প্রকাশিত: Tue, Jan 31, 2023 3:55 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:25 PM

শূন্য রেখায় আর কোনো রোহিঙ্গা নেই: পররাষ্ট্রমন্ত্রী

খালিদ আহমেদ: মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় আর কোনো রোহিঙ্গা নেই। আর যারা ঢুকেছেন তাদের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইমদাদ হকের সার্বিয়া ভ্রমণবিষয়ক ‘সার্বিয়া- শুভ্র শহরের দেশে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোমেন।

এ সময় সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর ধরে শূন্য রেখায় কিছু রোহিঙ্গা ছিলো। এরা মাদক বিক্রেতাদের সঙ্গে জড়িত ছিল। তবে এখন রাখাইনে দুইপক্ষ যুদ্ধ করছে। তারাই এসব রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর এর মধ্যে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে পড়েছে। তবে আমরা আর কোনো রোহিঙ্গাকে নেবো না। তবে ভালো খবর হলো এই, সেখানে (শূন্য রেখায়) আর কোনো রোহিঙ্গা নেই। তবে আমাদের কিছু অসুবিধা হচ্ছে, দেখা যাক কী হয়। 

তিনি আরও বলেন, সেখানের কিছু লোক ঢুকে গেছেন। কী করবেন। সব লোককে ঢুকতে দেইনি। তবে যারা ঢুকেছেন তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। আবার এদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ডও রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে আমরা সম্পর্ক বাড়াতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি। সম্পাদনা: এল আর বাদল